নার্সারি বন ও বনায়ন, ইউনিট-৭

 নার্সারি বন ও বনায়ন 

ইউনিট-৭



১। নাসরি বলতে কী বুঝা যায়?

    উঃ চারা গাছ তৈরির জন্য নির্দিষ্ট স্থান

২। নার্সারি কয় প্রকারের।

    উঃ দুই প্রকার

৩।নার্সারিতে বীজ থেকে উৎপাদিত চারা ছাড়া

    উঃ কলম থেকে উৎপাদিত চারা পাওয়া যায়

৪। নার্সারিতে উন্নত মানের চারা-

    উঃ প্রচুর পরিমানে পাওয়া যায়।

৫। নার্সারিতে বিভিন্ন বয়সের চারা-

    উঃ মজুদ রাখা যায়।

৬! গ্রীণ হাউজ কী?

    উঃগাছের চারাকে তীব্র রােদ ও শীত এবং অতিরিক্ত বাতাসের হাত থেকে বাঁচানাের ব্যবস্থা

৭। নার্সারির জমি কত ডিগ্রী ঢালু হওয়া উচিত?

    উঃ ১-২ ডিগ্রী

৮। নার্সারির মাটির পি.এইচ কত হওয়া উচিত?

    উঃ ৬.৫-৭.৫

৯। নার্সারির মাটি কেমন হওয়া উচিত?

    উঃ বেলে দো-আঁশ।

১০। কোনটি সত্য।

    উঃ নার্সারির চারিদিকে প্রচুর আলাে বাতাসের ব্যবস্থা রাখতে হবে।

১১।নার্সারির কোনটি?

    উঃ নার্সারির যে অংশে চারা উৎপাদন করা হয়

১২।নার্সারি বেড কিভাবে স্থাপন করা উচিত।

    উঃ নার্সারির বেড পূর্ব পশ্চিমে বিস্তৃত থাকবে।

১৩।নার্সারি বেডের আয়তন কত হওয়া উচিত?

    উঃ ১২মি, x১ মি. 

১৪জীবন্ত গাছের বেড়া দেয়ার জন্য নার্সারির চারিপাশে কোন কোন গাছ লাগানাে উচিত?

    উঃ ঘন ঝােপ এ ধরণের গাছ লাগানাে উচিত

১৫মা গাছ কাকে বলে?

    উঃ যে উৎকৃষ্ট গাছ থেকে বীজ সগ্রহ করা হয়

১৬মা গাছ কেমন হওয়া উচিত?

    উঃ সতেজ এবং প্রচুর ডালপালা সম্পন্ন হতে হবে।

১৭মা গাছের বয়স কেমন হওয়া আবশ্যক।

    উঃ মধ্য বয়সী হওয়া আব্যশক

১৮কোন সময়ের বীজ সংগ্রহ করা উচিত?

    উঃ মধ্যবর্তী সময়ের বীজ

১৯আমদানীকৃত বীজের ক্ষেত্রে বীজের

    উঃ উৎস্য সংক্রান্ত সার্টিফিকেট এবং ফাইটো স্যানিটারী সার্টিফিকেট থাকা উচিত

২০সেগুনের বীজ কখন সগ্রহ করতে হয়?

    উঃ নভেম্বর - ডিসেম্বর মাসে

২১কোন এলাকায় মা গাছের বীজ সংগ্রহ করা উচিত?

    উঃ যেখানে যথেষ্ট পরিমানে মা গাছ আছে।

২২ক্যাপসুল জাতীয় বীজ কীভাবে সংগ্রহ করতে হয়?

    উঃ ফল পরিপক্ক হলে গাছে চড়ে দা দিয়ে ছােট ছােট ডাল কেটে

২৩ভূমি থেকে কোন ধরণের বীজ সংগ্রহ করা যায়?

    উঃ যেসব বীজ মাটিতে পড়লে ছড়িয়ে যায়

২৪বীজ সংরক্ষণের পাত্র কেমন হতে হবে?

    উঃ বায়ু নিরােধক হতে হবে

২৫রসালাে ফলতৃক আছে এমন ফলের বীজের কী হয়?

    উঃ অংঙ্কুরােদগম ক্ষমতা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।

২৬বীজ সংগ্রহের পর কী করতে হবে?

    উঃ মৃদু সূর্যালােক শুকিয়ে নিতে হয়

২৭আদ্র পরিবেশে কোন বীজ নষ্ট হয়ে যায়?

    উঃ নিম, শাল ও গর্জন

২৮খারাপ বীজ কেমন করে?

    উঃ পানি ও লবণের দ্রবণের ভাসে

২৯রােপণের পূর্বে বীজকে কী করতে হবে?

    উঃ ১২-২৪ ঘণ্টা ভিজিয়ে রাখতে হয়

৩০ভাল অংঙ্কুরােদগমের জন্য শিম জাতীয় বীজ রােপণের পূর্বে কত তাপমাত্রায় রাখতে হয়?

    উঃ ১-৩ মিনিট কাল, ৪০° সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখতে হয়

৩১বীজ পরীক্ষণের জন্য পানি ও লবণের দ্রবণের অনুপাত কত?

    উঃ ১২ঃ১

৩২বীজের সুপ্ত ক্ৰণ পানির সংস্পর্শে আসলে কী হয়?

    উঃ অংকুরােদগম তরান্বিত হয়

৩৩বপনের পূর্বে বীজ পানিতে ভিজিয়ে নিলে কী হয়?

    উঃ বীজের অংকুরােদগম তরান্বিত হয়।

৩৪পলিব্যাগের জন্য সবচাইতে বেশি উপযুক্ত কোন মাটি?

    উঃ বেলে দো-আঁশ মাটি

৩৫জমির কোন গভীরতার মাটি পলিব্যাগের জন্য উপযুক্ত?

    উঃ ১৫-২০ সে.মি. পর্যন্ত গভীরতার

৩৬পলিব্যাগের মাটিতে গােবর সার প্রয়ােগের ফলে কী বৃদ্ধি পায়?

    উঃ মাটি হালকা হয় পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়

৩৭পলিব্যাগের জন্য মাটি ও জৈব সারের সঠিক অনুপাত কোনটি?

    উঃ ৩ঃ১

৩৮পলিব্যাগে ছিদ্র রাখতে হয় কেন?

    উঃ পানি নিকাশের জন্য

৩৯পলিব্যাগের বেডের ধার বেধে দিতে হয় কেন?

    উঃ বেডের মাটি যাতে ক্ষয়ে না যায় সে জন্য

৪০পলিব্যাগের বেড কত উঁচু রাখতে হয়?

    উঃ ১০-১৫ সে.মি.

৪১পলিব্যাগের বেডে শেড দিতে হয় কেন?

    উঃ প্রখর রােদ থেকে চারাকে রক্ষা করার জন্য

৪২পলিব্যাগের বেডের শেড কেমন হতে হবে?

    উঃ পর্ব পশ্চিমে বিস্তৃত করতে হবে

৪৩পলিব্যাগের বেডে পানিসেচ কখন দিতে হয়।

    উঃ বিকাল বেলা

৪৪পলিব্যাগের আগাছা বাছাই করার কারণ কোনটি?

    উঃ আগাছা চারার সাথে খাদ্য গ্রহণে প্রতিযােগীতায় লিপ্ত হয়।

৪৫কীটনাশক স্প্রে করতে হয় কী অবস্থায়?

    উঃ জামা গায়ে দিয়ে এবং যে দিকে বাতাস বয় সে দিকে।

৪৬চারা রােপনের কত দিন পূর্বে হার্ভেনিং করতে হয়?

    উঃ এক মাস

৪৭চারা পরিবহনের জন্য কী করতে হয়?

    উঃ ঝুড়ি বা বাক্স ব্যবহার করতে হয়

৪৮চারা হার্ডেনিং করার জন্য কী করতে হয়?

    উঃ এক মাস ধরে রােদে রেখে দিতে হয় এবং পানি সেচ কমিয়ে দিতে হয়।

৪৯শিকড় গাছের কী উপকার করে?

    উঃগাহকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে এবং প্রয়ােজনীয় আহার্য ও পাণীয় যােগায়।

৫০কোনটি সত্য কী

    উঃ পলিব্যাগে উৎপাদিত চারায় গজানাে শিকড় এবড়াে থেবড়াে হয়না

৫১কোনটি সত্য?

    উঃ বেডে কম জায়গায় অধিক চারা উৎপাদন করা যায়

৫২কোনটি সত্য?

    উঃ বেডের চারা রােপনের উপযােগী হতে বেশি সময় লাগেনা।

Post a Comment

Previous Post Next Post